BY- Aajtak Bangla

বিছানার জন্য কোনটি কিনবেন, বেডকভার না বেডশিট?  

2nd March, 2025

নতুন ফ্ল্যাটে সংসার পেতেছেন। কিন্তু বিছানার জন্য কী কিনবেন বেডকভার না বেডশিট?

অনেকেই এই বিষয়ে ভুলটা জানেন। আর যে কারণে ভুল জিনিস কিনে আনেন।

বেডশিট সাধারণত দু’ধরনের হয়। ফিটেড শিট এবং ফ্ল্যাট শিট।

কিছু কিছু শিটের চার ধারে শক্ত ইলাস্টিক দেওয়া থাকে। যেগুলো গদি বা ম্যাট্রেসের সঙ্গে আটকে দেওয়া যায়। এগুলো হলো ফিটেড শিট। এটি বিভিন্ন মাপের হতে পারে।

আবার যে শিটগুলো বিছানায় পাতার পরে গদির চারপাশে সমান করে গুঁজে দেওয়া যায় সেগুলো হলো ফ্ল্যাট শিট।

বিভিন্ন ফেব্রিকের বেডশিট পাওয়া গেলেও বেশিরভাগ বেডশিট সুতির হয়।

অন্যদিকে অনেক ধরনের বেডকভার আছে। যার মধ্যে ডুভে কভার ও কুইল্ট অন্যতম।

স্যাটিন, সিল্ক, লিনেন বা ভেলভেট কাপড়ের তৈরি হয় এই বেডকভারগুলো। এছাড়া সূক্ষ্ম এমব্রয়ডারি করা বেডকভারও পাওয়া যায়।

আরামের দিক থেকে বেডশিট খানিকটা এগিয়ে। এটি সুতি কাপড়ের তৈরি হয়।  গদির ওপর বিছানোর জন্য এটিই উপযুক্ত।

তবে বিছানার সুরক্ষার কথা ভাবলে বেডকভার কেনা ভালো। গদি, বেডশিট, বালিশের উপর বিছানো বেডকভার, বাইরের ধুলোময়লা থেকে বাঁচিয়ে রাখে।