3 May,, 2024
BY- Aajtak Bangla
গোটা রাজ্যজুড়ে তাপপ্রবাহ চলছে। এই সময় অনেকেই মনে করেন, ঠাণ্ডা বিয়ার খেলে গরমের ক্লান্তি থেকে মুক্তি পাওয়া যায়।
আর সেই কারণেই গ্রীষ্মকালে একাংশের জনগণ নিয়মিত বিয়ার খেয়েই দিন কাটান।
কিন্তু এই ধারনা কি আদৌ সত্যি? কী জানাচ্ছেন বিশেষজ্ঞরা?
তবে, মদ খেলে শরীরের যা ক্ষতি হয়, বিয়ার খেলেও কিন্তু ঠিক একই সমস্যায় পড়তে হতে পারে।
অনেকের মনেই ধারণা রয়েছে যে বিয়ার খেলে বোধহয় শরীর ঠান্ডা হয়। আর তাই তাঁরা গরম পড়তে না পড়তেই বিয়ার খাওয়া শুরু করে দেন।
তবে সত্যি বলতে, এই ধারণার পিছনে কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। উল্টে গরমের দিনে বিয়ার খেলে একাধিক জটিল সমস্যায় পড়ার আশঙ্কা বাড়ে।
তাই গ্রীষ্মে বিয়ার খেয়ে যাঁরা শরীর ঠান্ডা করবেন ভাবছেন, তাঁরা এমনটা একেবারেই করবেন না।
বিয়ার খেলে বারবার করে প্রস্রাব হওয়ায় শরীরে জলের ঘাটতি হওয়ারও আশঙ্কা বাড়ে।
নিয়মিত বিয়ার খেলে রেক্টাম বা পায়ুদ্বারের ক্যানসারে ভোগার আশঙ্কা বাড়ে। ক্ষতি হতে পারে লিভারেও।