28 JUNE, 2023
BY- Aajtak Bangla
বিয়ারে কখন বিপদ? ৫ লক্ষণে বুঝবেন
প্রচুর পরিমাণে বিয়ার খেলে তা স্বাস্থ্যের পক্ষে খতিকারক এমনটাই বলা হয
়।
বেশি পরিমাণে বিয়ার খেলে হজমের সমস্যা, ঘুমের অভাব, মাথাব্যথা হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন অ্যালকোহল গ্রহণের খুব খারাপ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে।
উচ্চ রক্তচাপ - আপনি যদি প্রতিদিন নিয়মিত মদ্যপান করেন এবং আপনার রক্তচাপ বেশি থাকে, তাহলে এখুনি ত্যাগ করুন।
ঘুমের অভাব ও দিনে তন্দ্রাচ্ছন্নতা - ডায়েটিশিয়ানরা বলেন যে ঘুমনোর আগে কখনোই বিয়ার খাবেননা, এতে নিদ্রায় বেঘাত ঘটবে।
স্ট্রেস - অত্যধিক বিয়ার খেলে স্ট্রেস ও দুশ্চিন্তার সমস্যায় ভুগবেন।
গ্লূটেন সেন্সিভিটি - - বেশি মাত্রায় বিয়ার খেলে গ্লূটেন জাতীয় সমস্যা হতে পারে।
অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল খাওয়ার কারণে অনেক গুরুতর সমস্যা হতে পারে।
সুতরাং বিয়ারের সেবন যতো কম করবেন ততই মঙ্গল নাহলে ক্ষতি হতে পারে।
Related Stories
মিষ্টির দোকানে কচুরির সঙ্গে যে ছোলার ডাল দেয়, তার রেসিপি
ময়দা ছাড়াই ফুলকো লুচি, হবে না গ্যাস-অম্বলও, শেখালেন নতুন রাঁধুনিরাই
শীতে মিষ্টি আলুর চোখা বানাবেন? এই উপকরণ দিলে আঙুল চাটবেন
একরাত ভিজিয়েই ছোলায় বেরোবে কল, শুধু টেকনিকটা শিখে নিন