BY- Aajtak Bangla

বেগুনে পোকা আছে কিনা বুঝবেন কীভাবে?হ্যাকস!

1 DECEMBER, 2023

সবজিতে অনেক সময়ই পোকা হয়। যার মধ্যে বেগুনে বেশি পোকা দেখা যায়।

আপনি যে বেগুন কিনছেন তাতে পোকামাকড় আছে কি না, আগে থেকে জেনে নিন।

জানুন কীভাবে চিনবেন পোকা ছাড়া ভাল- টাটকা বেগুন। 

বেগুন কেনার সময় সব সময় রঙের দিকে খেয়াল রাখুন। 

বেগুন বাসি হলে রং ফ্যাকাশে ও হালকা হয়। 

গাঢ় রঙের এবং চকচকে বেগুন কেনার চেষ্টা করুন।

হাতে বেগুন নিয়ে ভাল করে পরীক্ষা করুন। একটু ছিদ্র দেখলে কিনবেন না।

টাটকা বেগুন সব সময় ওজনে হালকা হয়। যদি এটি ভারী হয়, তবে বীজ বা পোকামাকড় থাকতে পারে।

তাজা বেগুন কিনতে বৃন্তর দিকে নজর রাখুন। যদি সবুজ হয় তাহলেই কিনুন।