20 August, 2023
BY- Aajtak Bangla
কিন্তু সমস্যা দেখা দেয় মুচমুচে বেগুনি তৈরি করার সময়। কোনওভাবেই বেগুনি বাজারের দোকানের মতো মুচমুচে হতে চায় না।
উপকরণ: লম্বা-পাতলা করে কাটা বেগুন , কালো জিরে, চালের গুঁড়ো আধ কাপ, খাবার সোডা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন পরিমাণ মতো, তেল প্রয়োজন মতো।