06 January, 2024
BY- Aajtak Bangla
সন্তানের প্রয়োজন মায়ের সঙ্গ, ভালোবাসা ও স্নেহ। তবে চব্বিশ ঘণ্টা মায়ের সজাগ দৃষ্টি নয়।
আপনি কি সন্তান ছাড়া অন্য কিছু ভাবতে পারেন না? সন্তানকে আঁচলের তলায় রাখেন?
কিন্তু এই একটি আবেগ মাত্রাতিরিক্ত হলে পজেজিভ মা করে তোলে। দুর্ভাগ্যবশত, এই স্বভাব কোনও উপকার না করে সন্তানের ক্ষতি করে।
মনে রাখবেন, সন্তানের জন্ম দিয়েছেন তাই বলে আপনার চিন্তাভাবনা চাপিয়ে দিলে শিশুর ব্যক্তিত্বের বিকাশ হবে না। সে একা লড়াই করতে পারবে না।
সন্তানকে অতিরিক্ত চোখে চোখে রাখার অভ্যাস শিশুকে বয়সের সঙ্গে পরিপক্কতা অর্জন করতে দেবে না।
আসলে, আপনার উপর তাদের নির্ভরতা অভ্যাসে পরিণত হবে।
মা যদি ওভার প্রোটেক্টিভ হন তবে তার একা থাকার অভ্যাস হবে না।
সময়ের সঙ্গে সঙ্গে সন্তান যখন এমন একটি পরিবেশে পৌঁছবে যেখানে তাকে সমস্ত কাজ নিজেই করতে হবে, তখন সমস্যা দেখা দেবে।
ভার প্রোটেক্টিভ মায়েদের সন্তানেরা চায় যে তারা সবকিছু ঠিকঠাক করছে কি না সেদিকে কেউ সবসময় নজর রাখুক। না হলে শিশুর কোনও কাজ করার সাহসও থাকে না। সম্পূর্ণ প্রস্তুতির পরও শিশু পিছিয়ে পড়ে।