BY- Aajtak Bangla
23 June, 2024
যেভাবে চিকিৎসকেরা নাড়ি টিপে মানুষের স্বাস্থ্য সম্পর্কে বলে দেয়, চোখ দেখে আপনি অসুস্থ কিনা জানায়, সেইভাবে নাভি দেখে স্বাস্থ্য আপনার কেমন বোঝা যাবে।
স্বাভাবিকভাবে নাভি আলাদা আলাদা আকারের ও সাইজের হয়ে থাকে। যেমন গোল, চওড়া, গভীর অথবা ছোট।
নাভি বা বেলি বাটন আপনার পূর্বের নাভির অবশিষ্টাংশ। এর অর্থ নাভির কর্ড শুধুমাত্র পেটের সঙ্গে সংযুক্ত।
খুব সহজ ভাষায় বলতে গেলে নাভি হল সেই জায়গা যেখানে গর্ভাবস্থায় নাভির কর্ড শিশুকে তার মায়ের সঙ্গে জুড়ে রাখে।
শিশু যখন মায়ের গর্ভে থাকে তখন এটি একটি নলের সঙ্গে যুক্ত থাকে। সেই টিউবটিকে নাভির কর্ড বলা হয় এবং সদ্যোজাত নাভির কর্ড থেকেই পুষ্টি ও অক্সিজেন গ্রহণ করে। জন্মের পরে সেই কর্ডটা কেটে আলাদা করা হয়।
বিদেশের অনেক গবেষকদের মতে নাভি থেকেই আন্দাজ করা যায় আপনার আনুমানিক আয়ু ঠিক কত।
বাইরের দিকে প্রসারিত নাভিকে আউটি বলা হয়ে থাকে। গবেষকদের মতে জনসংখ্যার ১০ শতাংশের নাভি বাইরের দিকে প্রসারিত থাকে। এরকম মানুষের আয়ু আনুমানিক ৭৫ বছর পর্যন্ত হয়।
গভীর নাভি তখনই হয় যখন নাভির ওপরের স্তরের ছায়া নীচের দিকে পড়ে। এরকম নাভি থাকা মানুষেরা ৮১ বছর পর্যন্ত বাঁচেন।
ভার্টিক্যাল নাভিকে গবেষকরা স্পিল্ট নাভি বলে থাকে। এই নাভি দেখে মনে হয় পেটের অংশ একটু উপর-নীচ হয়ে গিয়েছে। এই ধরনের নাভি যাঁদের থাকে তাঁরা আনুমানিক ৭৫ বছর পর্যন্ত বাঁচেন।
এরকম T-এর মতো দেখতে নাভির অধিকাংশ ভাগ অনুভূমিক থাকে। ওপর থেকে এই নাভি একটি রেখার মতো দেখতে লাগে। এই ধরনের ব্যক্তিদের আয়ু ৬৮ বছর পর্যন্ত হয়।
লাইট বাল্বের মতো দেখতে নাভির ওপরের অংশ খুব কম ঝুঁকে থাকে, ওপর থেকে ডিম্বাকৃতি হয়। ঠিক যেন লাইট বাল্ব। এরকম মানুষেরা ৬৫ বছর পর্যন্ত বাঁচেন।