BY: Aajtak Bangla 

এই ফুলের গন্ধেই সুখের ঘুম আসবে

19 APRIL 2023

কম ঘুম

অনেকেই এই ব্যস্ত সময়ের জন্য রাতে ঠিকমতো ঘুমোতে পারেন না। তাই অনেক সময়ই তাঁদের ঘুমের ওষুধের প্রয়োজন হয়। 

জানেন কী এমন একটি ফুল রয়েছে যার গন্ধেই ঘুম চলে আসবে। লাগবে না ঘুমের ওষুধও, জানিয়েছে গবেষণা। 

এই ফুলের গন্ধে আসবে ঘুম

বেল ফুল

গবেষণায় বলা হয়েছে, ঘুমের ওষুধ বা ভ্যালিয়াম যেভাবে কাজ করে সেভাবেই বেল ফুলের সুগন্ধ স্নায়ুকে শান্ত করে দেয়। 

ঘুম হবে গভীর

বেল ফুলের গন্ধেই আপনার ঘুম হবে গভীর, বলছে গবেষণা।

বেশি কার্যকরী

গবেষণার দাবী, বাজারে পাওয়া ঘুমের ওষুধের চেয়ে প্রাকৃতিক এই উপাদান বেশি কার্যকরী। 

একই উপাদান

ঘুমের ওষুধে যে উপাদান রয়েছে বেল ফুলেও সেই একই উপাদান আছে। আর তাতেই চলে আসে ঘুম। 

বেল ফুলের সুগন্ধ

গবেষণা বলছে, বেল ফুলের সুগন্ধ নাকে গেলেই ফুসফুস ও রক্তের মাধ্যমে তা মস্তিষ্কে গিয়ে পৌঁছায়। 

স্নায়বিক শান্তি

গবেষণা বলছে, বেল ফুলে থাকা বিশেষ উপাদান স্নায়বিক শান্তি এনে দেয়, চোখে ঘুম নেমে আসে। 

বেল ফুলের গন্ধ

ঘুম শুধু নয়, উত্তেজনা প্রশমনের ক্ষেত্রেও বেল ফুলের সুগন্ধ কার্যকরী বলে জানিয়েছেন গবেষকরা। 


নেই কোনও পার্শ্ব প্রতিক্রিয়া

বেল ফুলে কোনও পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। এর গন্ধে গোটা ঘর ভরে উঠবে।