3rd February, 2025
BY- Aajtak Bangla
বেনারসি মানেই বিয়ে। একমাত্র এই উপলক্ষ্যেই বেনারসি কেনেন মেয়েরা।
মেয়েদের খুবই প্রিয় এই বেনারসি। জীবনে প্রত্যেক মেয়েদেরই এই সাধের বেনারসি কেনার শখ হয়।
মা ঠাকুমার দেরাজে অন্তত একটা করে বেনারসি শাড়ি খুঁজে পাবেনই। বড় সাধের এই শাড়ি।
উত্তরপ্রদেশ ঘরানার এই শাড়ির সঙ্গে বাঙালির বিয়ে যুক্ত রয়েছে। তবে এই শাড়ি রাখতে হয় খুবই যত্নে। তা নয়তো নষ্ট হয়ে যেতে পারে।
তাই জেনে নিন বেনারসি শাড়ি কীভাবে বছরের পর বছর যত্নে রাখবেন।
তাহলে শিখে নিন ছাতুর সরবত কীভাবে বানাবেন সেই বিশেষ মশলাটি দিয়ে।
অনেকেই আলমারিতে একটার পর একটা রাখেন। এতে শাড়ির ক্ষতি হয়। জরি নষ্ট হয়ে যেতে পারে।
সুতির কাপড় দিয়ে মুড়ে এই শাড়ি রেখে দিন। তা না করতে পারলে মসলিন কাপড় কেটে বেনারসির উপর রাখুন। তার পর আর একটা বেনারসি রাখুন।
হাঙ্গারে টাঙিয়ে রাখবেন না। শাড়িতে বেশ ভারী কাজ থাকে। বিশেষত এই শাড়ির পাড়তে কাজ বেশি থাকায় ভারী হয়।
দীর্ঘদিন ঝুলিয়ে রাখলে শাড়ি ফেঁসে যেতে পারে। এই শাড়ি এমনিতেই রোজের পরার নয়। তাই একবার দুবার পড়লে কাচবেন না।
খুব দরকার হলে মাঝে মাঝে ড্রাই ক্লিনিং করাতে পারেন।
শাড়িগুলোকে মাঝে মাঝে বের করে রোদে মেলুন । তবে খেয়াল রাখবেন অতিরিক্ত রোদে এই শাড়ির নকশা নষ্ট হয়ে যেতে পারে। তাই অল্প রোদ রয়েছে এমন জায়গায় দিয়ে দিন।