29 JULY, 2023
BY- Aajtak Bangla
বাড়িতে আছে এই গাছ? তাহলে সুস্বাস্থ্য আপনার হাতের মুঠোয়
বর্তমানে অনেক বাড়িতেই দেখা যায় অ্যালোভেরা গাছ ।
কিন্তু জানেন কি এই গাছটির ভেষজ গুণ ঠিক কতখানি ? অ্যালোভেরা বা ঘৃতকুমারী গাছের ভেষজ গুণ জানলে অবাক হবেন আপনিও ।
শারীরিক বিভিন্ন সমস্যা দূর করা থেকে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি, এমন হাজারও ভেষজ গুণ রয়েছে এই গাছে।
চলুন জেনে নেওয়া যাক কী কী কাজে ব্যবহার করা যেতে পারে এই গাছটি।
ডায়াবেটিস রোগীদের জন্য অ্যালভেরার রস অত্যন্ত উপকারী। এটি রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে।
হজমশক্তি বৃদ্ধিতেও সাহায্য করে। খালি পেটে জল বা শরবতের সাথে অ্যালোভেরার রস মিশিয়ে খেলে তা পাকস্থলি ঠান্ডা রাখে এবং অ্যাসিডিটির সমস্যা দূর করে।
অ্যালোভেরা চুলের রুক্ষতা দূর করে এবং ত্বক ভাল রাখে। সেই সঙ্গে চুল পড়া কিংবা খুশকির মত সমস্যাগুলি থেকেও চুলকে রক্ষা করে।
এই ভেষজ উদ্ভিদটির রস ত্বকের যত্নে অত্যন্ত কার্যকরী ।প্রাচীন কাল থেকে এর রস রূপচর্চার কাজে ব্যবহার হয়ে আসছে।
সূর্যের কারণে হওয়া সানবার্ন, ত্বকের র্যাশ, চুলকানি ইত্যাদি সমস্যা গুলি দূর করতে অ্যালোভেরার রস অতুলনীয়।
Related Stories
গলায় আটকে মাছের কাঁটা, বের করার সহজ উপায়
লেবুর রস ঘষুন এভাবে, চুলের তলার চামড়া থেকে খুসকি গায়েব
সামান্য উপকরণে ব্রেকফাস্টে বানান পাউরুটির সুস্বাদু ভুর্জি; রেসিপি
বাড়ির কোন দিকে আছে পেয়ারা গাছ? বাস্তু নিয়ম না মানলেই...