4 NOVEMBER, 2024
BY- Aajtak Bangla
স্নানের আগে নাভিতে এক ফোঁটা তেল দেওয়ার রেওয়াজ নতুন নয়। নাভি হল শরীরের কেন্দ্রবিন্দু। যার সঙ্গে গোটা শরীরের স্নায়ুতন্ত্রের যোগ রয়েছে। তাই নাভিতে কয়েক ফোঁটা তেল দিলে মাথার চুল থেকে পায়ের নখ— শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গের উপরেই তার প্রভাব পড়ে।
কিন্তু অনেকের ধারণা, তেলের বদলে নাভিতে ঘি দিলে সেই কাজ আরও জোরদার হয়।
নাভিতে দেশি ঘি লাগানোর বিস্ময়কর উপকারিতা মেলে।
নাভিতে দেশি ঘি লাগালে ত্বক ময়েশ্চারাইজড থাকে।
প্রতিদিন এটি লাগালে হজমশক্তি ভালো থাকে।
শুধু তাই নয়, নাভিতে দেশি ঘি লাগালে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
জয়েন্টে ব্যথার সমস্যা থাকলেও নাভিতে দেশি ঘি লাগালে উপকার পাওয়া যায়।
এটি শুষ্কতা দূরে রেখে ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে।
এই প্রতিকার চোখের সমস্যা কমাতে পারে।
স্নানের আগে নিয়ম করে নাভিতে ঘি দিতে পারলে শুষ্ক ত্বক যেমন পেলব হয়, তেমন চুলও ঝলমল করে ওঠে।