22 May, 2025
BY- Aajtak Bangla
দুর্বলতা ও অলসতা দূর করে – বুকপকেটে লবঙ্গ রাখলে শরীরে শক্তি ও চেতনা বাড়ে বলে অনেক আয়ুর্বেদিক মত।
নেগেটিভ এনার্জি দূরে রাখে – মনে করা হয়, লবঙ্গ শরীর ও মন থেকে নেতিবাচক শক্তি সরিয়ে আশীর্বাদ টেনে আনে।
দুর্ভাগ্য কাটাতে সাহায্য করে – বিশ্বাস অনুযায়ী, ৪টি লবঙ্গ পকেটে রাখলে ভাগ্যের উন্নতি ঘটে।
প্রেম-ভাগ্যে উন্নতি ঘটে – দাম্পত্য জীবনে মধুরতা আনতে সহায়ক বলে মনে করা হয়।
আর্থিক সচ্ছলতা টানে – বাস্তু ও টোটকার মতে, নিয়মিত লবঙ্গ পকেটে রাখলে অর্থাগম বাড়ে।
ভয়ের অনুভূতি কমায় – যাঁরা অতিরিক্ত দুশ্চিন্তা বা ভীতির শিকার, তাঁদের জন্য এটি মানসিক সুরক্ষা দেয়।
বুদ্ধি ও স্মৃতিশক্তি বাড়ায় – লবঙ্গ শরীরের স্নায়ুর উত্তেজনা নিয়ন্ত্রণে সহায়ক, ফলে মনোযোগ বাড়ে।
কর্মক্ষেত্রে বাধা দূর করে – বিশ্বাস করা হয়, অফিসে যাওয়ার সময় লবঙ্গ পকেটে রাখলে সাফল্য বাড়ে।
এই উপকারিতাগুলি আয়ুর্বেদ, বাস্তু ও লোকবিশ্বাসের উপর ভিত্তি করে বলা হয়েছে। চিকিৎসার ক্ষেত্রে প্রয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।