04 July, 2024
BY- Aajtak Bangla
আয়ুর্বেদ শাস্ত্রে লবঙ্গ খুবই গুরুত্বপূর্ণ ভেষজ উপাদান। কোনও ওষুধের থেকে কম নয় লবঙ্গ এবং এর জলও স্বাস্থ্যের জন্য খুব উপকারী। রোজ সকালে লবঙ্গ ভেজানো জল খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী
আয়ুর্বেদ মতে, প্রতিদিন সকালে খালি পেটে লবঙ্গ ভেজানো জল খান। রোজ লবঙ্গ ভেজানো জল খেলে দারুণ উপকার পাওয়া যায়। কী কী উপকার পাবেন জেনে নিন একনজরে
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কার্যকরী লবঙ্গ। প্রতিদিন সকালে লবঙ্গ ভেজানো জল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ফলে সর্দি-কাশি এবং বিভিন্ন সিজন ফ্লু থেকে রক্ষা পাবেন
ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা রীতিমতো চ্যালেঞ্জের বিষয়। কী খাবেন আর কী খাবেন না, এটা ভেবেই অস্থির হয়ে পড়েন। তবে রোজ সকালে এক কাপ লবঙ্গ ভেজানো জল খেলে রক্তে শর্করার মাত্রা অনেকাংশে নিয়ন্ত্রণে রাখতে পারবেন
অনেকেই দাঁত বা মাড়ির সমস্যায় ভোগেন। তাঁদের জন্য লবঙ্গ খুবই উপকারী।
দাঁতে বা মাড়িতে ব্যথা হলে গোটা লবঙ্গ দাঁতের গোড়ায় রাখেন অনেকে। তবে প্রতিদিন লবঙ্গ-জল খেলে দাঁত ও মাড়ির সমস্যা কমবে
লবঙ্গের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য ত্বকের ফোলাভাব কমাতে সাহায্য করে।
তাই রোজ সকালে লবঙ্গ ভেজানো জল খেলে উপকার পাওয়া যায়। এছাড়া প্রদাহ বা ত্বকে জ্বালা-পোড়ার সমস্যা থাকলেও মুক্তি পাওয়া যায়
কাজ ও স্বাস্থ্য ভাল রাখতে অবশ্যই বালিশের নীচে লবঙ্গ রাখার অভ্যাস গড়ে তুলুন।