14 May 2025

BY- Aajtak Bangla

পাখিকে দানা-খাবার দেন? এই নিয়মে খাওয়ালে খুলবে অর্থভাগ্য

বাড়িতে কাক-পক্ষী আসে। তাদের খাবার দেন অনেকেই। কয়েকদিন পরপর খাবার দিলে পাখিরা চলেও আসে।

রাস্তাঘাটেও পাখিদের খাওয়ান কেউ কেউ। কোনও সন্দেহ নেই এতে পাখিদের খাদ্যসঙ্কট দূর হয়। 

তবে শাস্ত্রমতে, ঠিক নিয়ম মেনে পাখিদের খাওয়ালে ভাগ্য খুলে যায়। অনেক উন্নতি হয় জীবনে। 

রাহু, কেতু ও শনির অবস্থা যদি ভালো না হয়, তাহলে কালো পাখিকে জল ও খাবার দিলে সঙ্কট কেটে যায়। 

কালো পাখিকে বাজরা খাওয়ালে সবথেকে ভালো ফল মেলে। সঙ্কট দ্রুত কেটে যায়। 

যাদের চন্দ্র খুব শক্তিশালী তাদের পাখিকে জল খাওয়ানো উচিত। সেটা যে কোনও রঙের পাখি হতে পারে। 

সন্তানকে ভালো রাখতে, বিদ্যায় সে যেন উন্নতি করে তা নিশ্চিত করতে চড়ুই বা কোনও ছোটো পাখিকে দানা খাওয়ানো ভালো। 

শাস্ত্রমতে, বাড়ির উঠোনে পাখি এলে কখনও তাড়ানো উচিত নয়। জল ও খাবার দেওয়া উচিত। 

যদি সূর্য শক্তিশালী হয় তাহলে পাখিকে ভাত দিন। গমও দিতে পারেন। তাহলে কুণ্ডলী আরও ভালো হবে।