BY- Aajtak Bangla

জবা ফুল এভাবে দিন চুলে, শাইন হবে দারুণ, চোখ যাবে খুলে

4 January, 2025

আজকাল অনেকের কম বয়সেই চুল পেকে যাচ্ছে।

রাসায়নিক তেল ব্যবহার করলে দীর্ঘ মেয়াদে চুলের ক্ষতি হয়। আজ তাই একটি সহজ হার্বাল অয়েল শিখে নিন।

উপকরণ-২০-৩০টি জবা ফুল, ৫টি জবা ফুলের পাতা, ১ চা চামচ কফি পাউডার ও ২ চা চামচ আমলকি গুঁড়ো।

প্রথমে একটি মিক্সারে সব উপকরণ দিয়ে পিষে নিন।

এরপর একটি  বাটির উপর রাখা পরিষ্কার কাপড়ে মিক্সচারটি ঢেলে দিন। ছেঁকে নিন রসটুকু।

এরপর এই রস একটি পরিষ্কার কাঁচের শিশিতে ঢেলে তার মধ্যে সমপরিমাণে ক্যাস্টর অয়েল ও নারকেল তেল মেশান।

সপ্তাহে ১-২ দিন শ্যাম্পুর ৪-৫ ঘণ্টা আগে এই তেল ব্যবহার করুন।

চুলে ভালো করে লাগানোর পর ১৫-২০ মিনিট রেখে দিন। শুকানোর পর আবার একটু ম্যাসাজ করুন।

এই তেল মাখার সময় তাতে ২ চামচ হেনাও দিতে পারেন। একটি পেঁয়াজও মিক্সারে দিয়ে পিষে পারেন।

রিঠা এবং শিকাকাই পাউডারও ব্যবহার করতে পারেন। তবে এখানে সবচেয়ে সহজ পদ্ধতিই শেখানো হল।