30 MAY, 2024

BY- Aajtak Bangla

আমের খোসাও দারুণ উপকারী, না ফেলে এভাবে ব্যবহার করুন 

আমের খোসারও প্রচুর গুণ রয়েছে। জানলে আর ফেলবেন না আমের খোসা।

আম তো খেয়ে নেন, কিন্তু আমের খোসাতেও যে পুষ্টি আছে তা ভুলে যান।

আমের খোসাতে শরীরের অনেক উপকার হয়।

আমের খোসায় ক্যান্সার প্রতিরোধ করার মতো উপাদান থাকে।

ফাইবারে ঠাসা থাকে এই আমের খোসা। ফাইবার আমাদের শরীরের জন্য খুব উপকারি।

আমের খোসা শুকিয়ে খেলে ডায়াবেটিস থেকে মুক্তি মেলে। কেউ চাইলে আমের খোসা দিয়ে স্মুদিও বানাতে পারেন।

আমের খোসার ফাইবার হজমশক্তিকে মজবুত করে।

তাই ভুলেও ফেলে দেবেন না আমের খোসা