13 APRIL 2023
অপেক্ষা শেষ । মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হল আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামের।
কাজ শেষ হয়েছিল আগেই । অবশেষে খুলে গেল আলিপুরে অবস্থিত শঙ্খ আকৃতির ধনধান্য অডিটোরিয়াম ।
২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রথম শুরু হয় এই অডিটোরিয়াম তৈরির কাজ।
আলিপুর সৌজন্যের ঠিক উলটো দিকে প্রায় ৪৪০ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে শঙ্খ আকৃতির প্রেক্ষাগৃহটি ।
রাজ্যবাসীর জন্য নববর্ষের উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
৬ তলার এই প্রেক্ষাগৃহটি তৈরিতে ব্যবহৃত হয়েছে ৬ হাজার মেট্রিক টন ইস্পাত । প্রায় সাড়ে ৬০০ কর্মীর প্রচেষ্টা।
প্রেক্ষাগৃহে দু'টি অডিটোরিয়াম থাকছে । স্বপ্নের প্রকল্পটিকে বাস্তব করার জন্য পিডব্লিউডিকে প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী।
অডিটোরিয়ামের নকশাও পুরোটাই মুখ্যমন্ত্রীর ভাবনা। নির্মাণের দায়িত্বে ছিল পূর্ত দফতর।
মিনি অডিটোরিয়াম থেকে ব্যাঙ্কোয়েট। স্ট্রিট থিয়েটার কর্নার থেকে মাল্টিপারপাস হল। কী নেই ৬ তলা, ধনধান্য অডিটোরিয়ামে।
মুখ্যমন্ত্রী অডিটোরিয়ামের ছবি শেয়ার করে লেখেন এই আধুনিক বিস্ময় আমাদের রাজ্যের অগ্রগতি ও উন্নয়নের প্রতীক।