BY- Aajtak Bangla

'ম'-এর পরে কোন বর্ণ? অনেক শিক্ষিত লোকও বলতে পারবেন না

13 September 2024

 বাংলা বর্ণমালার হাত ধরে পড়াশোনার প্রাথমিক পাঠ শুরু হয়।

বাংলা বর্ণমালায় ৩৯টি ব্যাঞ্জনবর্ণ রয়েছে।

এই বর্ণগুলি ছোট থেকেই বাচ্চাদের শেখানো হয়। 

ব্যাঞ্জনবর্ণগুলি হল, ক, খ, গ, ঘ ইত্যাদি।

আজীবন এই বর্ণগুলি কাজে লাগে। কথা বলায় এবং লেখালেখি এই বর্ণগুলি ছাড়া হয় না। . .

 তবে বড় হয়ে অনেকেই পর পর ক, খ, গ, ঘ বলতে পারেন না। . .

যেমন, ম একটি ব্যাঞ্জনবর্ণ। তবে ম-এর আগে এবং পরে কোন বর্ণ রয়েছে, তা অনেক শিক্ষিত লোকও বলতে পারেন না।

ম-এর পরে যে বর্ণটি আছে, সেটি হল য।