BY: Aajtak Bangla 

প্রায় ভুলতে বসা ১০ বাঙালি খাবার

18 APRIL 2023

ফুলকপির ছেঁচকি

ফুলকপি দিয়ে তৈরি অসাধারণ নিরামিষ একটি খাবার। রুটি বা পরোটা-লুচির সঙ্গে ভালো লাগে খেতে।

এঁচোড়ের কোপ্তা কারি

এঁচোড়ের কোপ্তা কারি আজকাল আর বেশি কেউ খায় না। তবে এটাও সুস্বাদু একটি খাবার। 

তেল চিংড়ি

তেল কইয়ের মতোই তেল চিংড়িও পুরনো বাঙালি এক রান্না। 

দই বেগুন

দই বেগুন পুরনো বাঙালি খাবার তবে এটা অনেকের বাড়িতেই হয়ে থাকে। 

থোড়ের ছেঁচকি

নারকেল দিয়ে এই ছেঁচকি খেতে খুবই ভালো লাগে। 

বাঁধাকপির পাতুরি

মাছের পাতুরি বাদে নিরামিষ এই পাতুরি খেতে কিন্তু মন্দ লাগে না। উঠে যাবে এক থালা ভাত। 

কুচো চিংড়ির কচুরি

আমিষ এই কচুরি গরম গরম খেতে দারুণ মজার।

চুই ঝাল দিয়ে খাসির মাংস

বাংলাদেশের জনপ্রিয় খাবার হলেও বাঙালিরাও এই মাংস খেতে বেশ পছন্দ করেন।

বেগুন বাসন্তী

বাসন্তী পোলাও-এর নাম শুনলেও বেগুন বাসন্তীর নাম অনেকেই জানেন না। 


ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি

যে কোনও মাছের কাটা নয় শুধু ভেটকি মাছ দিয়েই এই পদ বানানো হয়।