BY- Aajtak Bangla
17 April 2025
শুরু হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। সবার জীবনে ভালো ও মন্দ থাকবে। সেটাই স্বাভাবিক।
এই বাংলা বছর কাদের জন্য খুব ভালো যাবে আসুন জেনে নিই। একই সঙ্গে জানাব কাদের বছর ভালো যাবে না।
এবছর বৃষ রাশির জাতকদের জন্য নতুন বছর ভালো যাবে। তারা আর্থিকভাবে সমৃদ্ধ হবে।
তুলা রাশির জাতকদের দিন ভালো যাবে। সব কাজ সম্পন্ন হবে। বাধা দূর হবে। .
কন্যা রাশির জাতক-জাতিকাদের জীবনে সামান্য কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে মোটের উপর ভালো কাটবে।
নতুন বছর খুব ভালো কাটবে ধনু রাশির জাতকদের। তাদের জীবনে পারিবারিক শান্তি ফিরে আসবে। ।
তবে এই বছর ভালো কাটবে না মেষ রাশির জাতকদের। একটু বুঝেশুনে সিদ্ধান্ত নিতে হবে। না হলে অশুভ ফল ভুগতে পারেন।
কর্কট রাশির জাতকরা বিপদে পড়বেন। নিজের রাগের উপর নিয়ন্ত্রণ রাখুন। অসতর্কতা ত্যাগ করতে হবে।