BY- Aajtak Bangla

রসগোল্লাকে ইংরেজিতে কী বলে? আচ্ছা আচ্ছা শিক্ষিতরাও জানেন না

3 May 2025

মিষ্টিপ্রিয় বাঙালির অত্যন্ত পছন্দের মিষ্টি হল রসগোল্লা।

রসগোল্লা

রসগোল্লা খেতে অনেকেই ভালবাসেন। এর স্বাস্থ্যগুণও রয়েছে।

স্বাস্থ্যগুণ

বিশেষজ্ঞদের মতে, রসগোল্লা খেলে শরীর ভাল থাকে।

উপকারী

যে কোনও শুভ কাজে রসগোল্লা লাগেই।

শুভ কাজ

কলকাতার বিভিন্ন দোকানে রসগোল্লা বিখ্যাত।

কলকাতার রসগোল্লা

মিষ্টির দোকানে রসগোল্লা ছাড়া চলে না।

প্রিয় মিষ্টি

রসগোল্লাকে ইংরেজিতে কী বলা হয়? এটা অনেকেই জানেন না।

ইংরেজি কী

সাধারণত ইংরেজিতে Rasgulla বা Rasogolla লেখা হয়।

উত্তর রইল

তবে রসগোল্লাক ইংরেজিতে সিরাপ ফিল্ড রোল বলা হয়।

জানেন কি