4 SEPTEMBER, 2024

BY- Aajtak Bangla

 টেবিলের বাংলা কী বলুনতো? অনেক ভাষা পণ্ডিতও ঘাবড়ে যাবেন!

দৈনন্দিন জীবনে আমরা অনেক শব্দ ব্যবহার করি যেগুলো আসলে বাংলা নয় কিন্তু আমরা বাংলা ভাষার মতোই ব্যবহার করি।

এমনই কিছু শব্দ  টেবিল, চেয়ার। অনেকেই হয়তো জানেন  চেয়ারের বাংলা কেদারা। কিন্তু টেবিলের বাংলা হয়তো জানেন না।

টেবিল এমন একটি বস্তু যা প্রায় প্রত্যেক দিনই চোখের সামনে থাকে। বিভিন্ন কাজে এটি ব্যবহার হয়।

কিন্তু এর বাংলা বলতে গেলে অনেকেই থমকে যান। কারণ টেবিলের বাংলা জানেন না তারা।

তার আগে চলুন চেয়ার সম্পর্কে জেনে নিন। চেয়ারের বাংলা প্রতিশব্দ কেদারা বা কুর্সি। যদি এই শব্দগুলোও খাঁটি বাংলা শব্দ নয়। বরং ভিনদেশী ভাষা থেকে বাংলায় জায়গা করে নিয়েছে।

চেয়ারের প্রতিশব্দ তাও মাঝেমধ্যে ব্যবহার করা হয়, টেবিলের প্রতিশব্দ ব্যবহার করা হয়বনা বললেই চলে। আজ এই শব্দটির বাংলা জেনে নিন।

টেবিলের বাংলা মেজ। তবে এটিও খাঁটি বাংলা শব্দ নয়। ভিনদেশী ভাষা থেকেই এর আগমন। এছাড়া টেবিলকে চৌপায়াও বলা হয়।

বর্তমানে টেবিলের প্রতিশব্দ আর ব্যবহার হয় না বললেই চলে। তাই মেজ শব্দটি ধীরে ধীরে মুছে গিয়েছে স্মৃতি থেকেও।