27 September, 2023
BY- Aajtak Bangla
কম খরচে, অল্প সময়ের জন্য ট্রেনের পরিবর্তে গাড়ি করে ঘুরে আসুন কলকাতার নিকটবর্তী এই কয়েকটি জায়গায়।
বাঙালিদের প্রিয় পর্যটনকেন্দ্র দিঘা গাড়ি করে গেলে প্রায় ৬ ঘণ্টার মতো সময় লাগে, তবে দিঘা গেলে অবশ্যই যাবেন দিঘার সমুদ্র দেখতে।
সমুদের ধারে গিয়ে ঘোরা ও ছবি তোলা থেকে শুরু করে সমুদ্রে স্নান করা পর্যন্ত পুরো দিন আনন্দময় হয়ে ওঠে।
ওল্ড দিঘা ও নিউ দিঘাতে সহজে কম খরচে থাকার মতো হোটেল পেয়ে যাবেন, হোটেলগুলোর সামনে মাছের বাজার তো পেয়েই যাবেন।
সন্ধ্যাবেলাতে সমুদ্রের ধারে নানা রকমের সামুদ্রিক খাবারের স্টল পেয়ে যাবেন, সেখানে সামুদ্রিক খাবার খাওয়ার সঙ্গে ঘোরা, ছবি তোলা সব কিছুই নিয়ে যেন আরামদায়ক পরিবেশ গড়ে ওঠে।
গাড়িতে করে মন্দারমণি গেলে ৬ ঘণ্টার মতোই সময় লাগে, দিঘার কাছেই মন্দারমণি।
দিঘার মতোই এই জায়গায় সূর্যোদয় দেখা থেকে শুরু করে সন্ধ্যাবেলায় সমুদ্রের ধারে বসে বিভিন্ন ধরণের সামুদ্রিক খাবার খাওয়া সবরকমের সুবিধা রয়েছে।
গাড়িতে করে শান্তিনিকেতন যেতে সময় লাগে প্রায় ৩ ঘণ্টা, সেখানে আছে বিশ্বভারতী, রবীন্দ্রভবন, এছাড়াও কাছেই সোনাঝুরির জঙ্গলে প্রতি শনিবার হাট বসে।
এখানে পাবেন কম খরচে থাকার মতো হোটেল, গেস্ট হাউস, তবে শান্তিনিকেতন গেলে শ্রীনিকেতন, কঙ্কালীতলাও ঘুরে আসতে পারেন।