BY- Aajtak Bangla
10th March, 2025
আর্টস স্ট্রীম থেকে বারো ক্লাস পাস করার পর অনেকেই ভাবেন যে তাঁরা এরপর কী করবেন।
কারণ আর্টস স্ট্রীমে পড়াশোনার পর খুবই কম সংখ্যক কেরিয়ার বিকল্প থাকে।
উচ্চমাধ্যমিক দেওয়ার পর যে সব পরীক্ষার্থী এইসব নিয়ে ভাবনা চিন্তা করছেন, তাদের জন্য রইল কিছু কেরিয়ারের খোঁজ।
যদি সংবাদমাধ্যমে কাজ করার আগ্রহ থাকে তাহলে সাংবাদিকতায় নিজের কেরিয়ার গড়তে পারেন। এখানে একাধিক কাজের বিকল্প রয়েছে। টিভি, রেডিও, সংবাদপত্র, নিউজ চ্যানেল ও ডিজিটালে কাজ করতে পারেন।
আপনার যদি ফ্যাশনে আগ্রহ থাকে তাহলে বারো ক্লাসের পর ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করলে, কেরিয়ারে ভাল চাকরির সুযোগ পেতে পারেন। এই ক্ষেত্রে নাম ও পয়সা দুটোই আছে।
বর্তমানে সংবাদমাধ্যম বা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও গ্রাফিক ডিজাইনারের চাহিদা বাড়ছে। যদি সৃজনশীলতা পছন্দ করেন তাহলে এই কাজই ঘরে বসে লাখ টাকা এনে দেবে।
অনেক জাতীয় ও আন্তর্জাতিক NGO রয়েছে, যেখানে সমাজসেবার সঙ্গে আপনি ভাল টাকা উপার্জন করতে পারবেন।
আইন নিয়েও পড়াশোনা করতে পারেন। এখন অনেক সংস্থাতেও ব্যক্তিগত আইনজীবী নিয়োগ করা হয়। রেন।
যদি অভিনয় করতে আগ্রহী হন এবং সেটা পারেন, তাহলে বিনোদন দুনিয়ায় নিজেকে একটু ঘষে মেজে তৈরি করে অভিনয়কেও পেশা হিসাবে বেছে নিতে পারেন। রেন।