30th December, 2024
BY- Aajtak Bangla
আর মাত্র একদিনের অপেক্ষা। তারপরই বিশ্বজুড়ে শুরু হয়ে যাবে বর্ষবরণের উৎসব।
আর নিউ ইয়ার ইভ পানীয় ছাড়া একেবারেই বেমানান। এইদিন সকলেই একটু-আধটু মদ্যপান করে থাকেন (মদ্যপান করা শরীরের জন্য ক্ষতিকর)।
আর এই ধরনের পার্টিতে অধিকাংশের পছন্দ হুইস্কি। বিশ্বের বা এই দেশের দামি হুইস্কি কোনটা সেটা সকলেই জানেন।
কিন্তু পার্টি করতে গিয়ে একেবারে ফতুর হয়ে যাবেন এরকম তো হতে পারে না। তাই জেনে নিন সস্তার হুইস্কি কোনটা।
সস্তর দিক থেকে বিচার করলে রয়্যাল স্ট্যাগ নাম আসে পাঁচ নম্বরে। বাজারে এই হুইস্কির দাম প্রায় ৭৬০ টাকা।
সস্তা মদের তালিকায় নাম রয়েছে রয়্যাল চ্যালেঞ্জের। যার ৭৫০ এমএলের দাম ৭৫০ টাকা।
তিন নম্বরে রয়েছে ম্যাকডওয়েল নং ওয়ান। এর ৭৫ এমএলের দাম মাত্র ৬৫০ টাকা।
এই তালিকায় ২ নম্বরে রয়েছে অফিসার্স চয়েস ব্লু। এটি সস্তায় প্রিমিয়াম হুইস্কি। ৭৫০এমএলের দাম ৬০০ থেকে ৬৪০ টাকা।
ভারতে সবচেয়ে সস্তার হুইস্কির তালিকায় প্রথমে আছে ব্যাগপাইপার ডিলাক্স। এই মদের ৭৫০ এমএলের দাম প্রায় ৪৫০ টাকা। ভারতে এই মদের চাহিদা বেশ ভাল।
শেষে এটাই বলব মদের নেশায় কোনওভাবেই যেন পার্টির আনন্দ ম্লান না হয়। তাই খুব বেশি মদ্যপান না করাই ভাল (মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর)।