26 Sep, 2024
BY- Aajtak Bangla
BY- Aajtak Bangla
প্রায় সব ছেলেরই স্বপ্ন থাকে একটা বাইকের। কেউ শুধুই বাইক চালানোর জন্য চালান। কেউ বা কাজের প্রয়োজনে। ভারতে কিছু বাইক আছে, যা সব প্রয়োজন মেটায়। এই প্রতিবেদনে রইল দুর্দান্ত ৫ বাইকের সন্ধান। যা বছরের পর বছর ধরে ভারতের বাইকের রাজা হিসেবে গণ্য হয়ে আসছে।
দু'চাকার দুনিয়ার রাজা এখনও Hero Splendor। মাত্র 97cc ইঞ্জিনের এই মোটরবাইক বিক্রি নিরিখে সকলকে টেক্কা দিয়েছে।
2020-21 আর্থিক বছরে মোট 24,60,248 Hero Splendor বিক্রি হয়েছে।
ভারতের অন্যতম জনপ্রিয় মোটরবাইক বাজাজ পালসার। 2020-21 আর্থিক বছরে মোট 9,45,978 পালসার বিক্রি করেছে বাজাজ।
Honda Shine 125 cc সেগমেন্টে ভারতের সবথেকে জনপ্রিয় মোটরবাইক। দুর্দান্ত পারফরমেন্সে জন্য বহু বছর ধরেই এই সেগমেন্টে এই নম্বর স্থান ধরে রেখেছে এই মোটরবাইক।
বহু বছর ধরেই হিরোর অন্যতম জনপ্রিয় মোটরবাইক HF ডিলাক্স। এছাড়াও সম্প্রতি বাজারে এসেছে কোম্পানির সবথেকে সস্তা মোটরবাইক HF100।
ভারতের সবথেকে জনপ্রিয় স্কুটারের কথা শুননেই Honda Activa-র কথা মনে আসে। বিক্রি কমলেও স্কুটারের বাজারে শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে Honda Activa।
TVS Star City Plus: এটিও কম বাজেটের মধ্যে পাবেন। ১০৯.৭ সিসির এই বাইকের মাইলেজ ৬৮ কিলোমিটার প্রতি লিটার। দাম শুরু হচ্ছে ৭৪,২৩৭ টাকা থেকে।
Hero Passion Pro: একটু স্টাইলিশ, স্পোর্টি লুকের বাইক চাইলে এটি দেখতে পারেন। দাম ৭৪,৬৭৮ টাকা থেকে শুরু।