3 DEC, 2024
BY- Aajtak Bangla
বাড়ি তৈরির জন্য ইট কিনতে গিয়ে আমরা সবচেয়ে বেশি ঠকি। তবে, এই টিপস জানলে আর ঠকতে হবে না।
প্রথমে ভাটা বা বিল্ডার্সের দোকান থেকে একটা স্যাম্পেল ইট নিয়ে আসুন বাড়িতে। এবার সেই ইটটি ওজন করে নিন। ধরুন সেই ইটের ওজন হল ২ কেজি ২৩০ গ্রাম।
এবার ওই ইটটিকে একটা বালতিতে জল নিয়ে ডুবিয়ে রেখে দেন ২৪ ঘণ্টা। ২৪ ঘণ্টা পর ইটটি ওজন করুন। ধরুন সেই ওজন হল ২ কেজি ৫৮০ গ্রাম।
এবার করতে হবে হিসেব।
জলে ভেজানো ইটের ওজন থেকে প্রথম নেওয়া ওজন বিয়োগ করতে হবে। অর্থাৎ ২ কেজি ৫৮০ গ্রাম থেকে ২ কেজি ২৩০ গ্রাম বিয়োগ।
যেটা পাওয়া যাবে সেটা হল ৩৫০ গ্রাম।
এবার ওই ৩৫০ গ্রামকে জলে ভেজা ইটের মোট ওজন দিয়ে ভাগ করতে হবে। তারপর ১০০ দিয়ে গুন করতে হবে।
এবার আপনার কাছে আসতে শতাংশের হিসেব। এক্ষেত্রে হবে ১৩.৫ শতাংশ।
এই শতাংশের হিসেব যদি ২০ শতাংশের নীচে আসে জানবেন সেটা ভাল কোয়ালিটির ইট। আর ১৫ শতাংশের নীচে আসলে জানবেন সবচেয়ে ভাল কোয়ালিটির ইট।