5 July, 2024
BY- Aajtak Bangla
কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। আর বর্ষাকাল মানে বাঙালির ইলিশ ছাড়া জমে না।
বর্ষাকাল আসলেই পদ্মার ইলিশ। সর্ষে ইলিশ, ইলিশ ভাজা থেকে ইলিশের তেল, আহা!
কিন্তু শহরে থেকে কি খাঁটি ইলিশ মাছ কেনা সম্ভব?
আজ্ঞে সম্ভব। কলকাতার কাছাকাছি বাজারেই মেলে সস্তায় একদম টাটকা ইলিশ।
এই বাজারে মণ মণ ইলিশ ঢোকে। সদ্য জেলেরা ধরে এনে এখানে ইলিশ আনে।
দাঁড়িয়ে থেকে বেছে নিতে পারবেন ক্রেতারা। আবার পাইকারি দরে কিনতেও পারবেন।
এই বাজারের নাম নগেন্দ্র বাজার। এই বাজার এখন রীতিমতো ইলিশের হাট।
ডায়মন্ড হারবারে আছে এই নগেন্দ্রবাজার। পিটিএস থেকে বাসে করে যেতে পারবেন।
সরকারি বাসের ভাড়াও নামমাত্র। একদম নগেন্দ্রবাজারের মুখেই নামাবে। ছুটির দিনে চলে যান।
ট্রেনেও যেতে পারবেন। ডায়মন্ড হারবার স্টেশনে যেতে হবে। সেখান থেকে টোটো করে বাজার।