8 April, 2025
BY- Aajtak Bangla
v
জানলে অবাক হবেন এমন কিছু গাছ রয়েছে যা শব্দকে শোষণ করে। এতে ঘরে শান্তি থাকবে।
ঘরের পরিবেশ থাকবে শান্ত। মনে হবে নিরিবিলি জঙ্গলে রয়েছেন। শব্দকে শোষণ করে নেয় এই ৮ গাছ।
বেবি টিয়ারস- লতানে গাছ। ঘরের মধ্যেই বেড়ে ওঠে। বাড়ায় শোভা। শব্দ শোষণ করে।
ফার্ন- যত্রতত্র হয়ে থাকে এই গাছ। আগাছা হলেও কাজের। শব্দরোধী এই গাছ।
জানেট ক্রেগ- সবুজ পাতায় ভরা এই গাছ। শব্দ রোধে অত্যন্ত কার্যকর।
নরফক আইল্যান্ড পাইন- খুবই চেনা গাছ। ঘরে এই গাছ কয়েকটা রাখলে মনে হবে নিঃশব্দ জঙ্গলে রয়েছেন।
আরেকা প্লাম- অনেকটা জায়গা জুড়ে থাকে এই গাছ। শব্দ রোধে খুবই কার্যকর।
ফিডল লিফ ফিগ- বড় বড় গাছের পাতা। শব্দকে শোষণ করে নেয় এই গাছ।
মানি ট্রি - ঘরের মধ্যে থাকে মানি ট্রি। সৌভাগ্যের প্রতীক। বড় পাতায় কমায় শব্দ।
পিজ লিলি- বড় বড় পাতা, সাদা ফুলের বাহারি গাছ। শব্দ শোষণ করে নেয়।
রাবার গাছ- বড় বড় পাতা। গাছের পাতা চকচকে। শব্দকে শোষণ করে নেয়।