21 JUNE, 2024
BY- Aajtak Bangla
বাঙালি বরাবরই খাদ্যরসিক, লুচি, কচুরি এইসব জিনিস আবার জলখাবারে পেলে তো কোনও কথাই নেই।
একনজরে জেনে নিন উত্তর থেকে দক্ষিণ কলকাতার স্পেশাল কিছু কচুরির ঠিকানা।
মহারাজ স্ন্যাকস: দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় এই দোকান অবস্থিত শরৎ বোস রোডে।
মহারানি চা ও টিফিন: এটিও দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় এক দোকান যা শরৎ বোস রোডেই অবস্থিত।
আদি শ্রীহরি মিষ্টান্ন ভান্ডার: কালীঘাটের এই দোকান জলখাবারের অন্যতম গন্তব্য হিসাবে পরিচিত সকলের কাছে, বিনা দ্বিধায় ঘুরে আসতে পারেন এই দোকান থেকে।
মোহন ভান্ডার: ধর্মতলার এসএন ব্যানার্জী রোডের এই দোকান অত্যন্ত পরিচিত। এখানেই 'পিকু' সিনেমার শুটিংয়ের সময় এসে কচুরিতে মজেছিলেন 'অমিতাভ বচ্চন'।
পুঁটিরাম: পুঁটিরামের কচুরি খেতে চাইলে অবশ্যই ঘুরে আসুন কলেজ স্ট্রিট থেকে। গিয়ে সুস্বাদু জলখাবার খাওয়াও হবে আবার চাইলে বইও কিনতে পারবেন।
আদি হরিদাস মোদক: এপিসি বোস রোডের ব্যস্ত শ্যামবাজার ফাইভ-পয়েন্ট ক্রসিং-এর এই দোকানটি ২০০ বছরেরও বেশি পুরনো এবং বছরের পর বছর ধরে তাদের কচুরির জন্য পরিচিত।
আদি হরিদাস মোদক: এপিসি বোস রোডের ব্যস্ত শ্যামবাজার ফাইভ-পয়েন্ট ক্রসিং-এর এই দোকানটি ২০০ বছরেরও বেশি পুরনো এবং বছরের পর বছর ধরে তাদের কচুরির জন্য পরিচিত।
গণেশ দার কচুরি: বাগবাজার এলাকার নন্দলাল বোস লেনের এই দোকানটি মাছের কচুরির জন্য বিখ্যাত।
কানহাইয়া কচুরি: উত্তর কলকাতার বুড়বাজার এলাকায় রবীন্দ্র সরণিতে কানহাইয়া কচুরি সকাল ৭টায় খোলার সঙ্গে সঙ্গেই লোকেরা ভিড় জমায়।
বদ্রি কি কচুরি: আপনি যদি খসখসে, ফ্লেকি খাস্তা কচুরির ভক্ত হন, তাহলে বুড়োবাজারের শ্রী হরিরাম গোয়েঙ্কা স্ট্রিটের এই দোকানটি আপনার রাডারে থাকা উচিত।
বিশ্ববন্ধু: বদ্রি কি কচুরি থেকে কয়েক ধাপ এগিয়ে গেলেই পাবেন এই দোকানটি। এখানে সারাদিন কচুরি পরিবেশন করা হয়।