BY- Aajtak Bangla

তেল সার্ভিসের রাজা এই ৫ বাইক, দামও ১ লাখের মধ্যে!

তেল সার্ভিসের রাজা এই ৫ বাইক, দামও ১ লাখের মধ্যে!

10 Dec, 2024

BY- Aajtak Bangla

সাধারণ মোটরসাইকেলেরও দাম বেড়ে চলেছে। এমন পরিস্থিতিতে কম দামে, সাশ্রয়ী কমিউটার মোটরসাইকেল খুঁজছেন বেশিরভাগ গ্রাহকরা।

তবে আজকাল শুধু সাধারণ কমিউটারেই আশ মেটে না গ্রাহকদের। তার সঙ্গে একটু স্টাইলিশ হলেও মন্দ হয় না। 

জ্বালানি খরচও আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে। তাই মাইলেজও একটি গুরুত্বপূর্ণ বিষয়।  

কম বাজেটের এই বাইকগুলিতে ৫০-৬০ কিমির মাইলেজ পেয়ে যাবেন। বাইকগুলি হালকা হওয়ায় নতুন রাইডার, রোজ চালানোর জন্যও বেশ ভাল।

Hero Splendor Plus 97.2 cc|7.91 bhp|112 কেজি ₹ 74,155 (এক্স-শোরুম)

Hero Splendor Plus Xtec 97.2 cc|7.9 bhp|112 কেজি ₹ 79,937 (এক্স-শোরুম)

Honda Livo 109.51 cc|8.67 bhp|113 কেজি ₹ 79,179 (এক্স-শোরুম)

Bajaj CT 125X 124.4 cc|10.7 bhp|130 কেজি ₹ 73,640 (এক্স-শোরুম)

Hero Passion Plus 97.2 cc|7.91 bhp|115 কেজি ₹ 79,146 (এক্স-শোরুম)