29 April, 2025

BY- Aajtak Bangla

এই ছাতা সঙ্গে থাকলে রোদ-বৃষ্টি দুটোকেই ডজ করে বেরিয়ে আসবেন

বৃষ্টি হোক বা তীব্র রোদ, প্রতিদিনের পথ চলায় ছাতা এক অপরিহার্য সঙ্গী। কিন্তু কেমন ছাতা নিলে দুটো পরিস্থিতিতেই টেকসই সুরক্ষা পাওয়া যায়?

UV প্রোটেকশন যুক্ত ছাতা নিন রোদের জন্য বিশেষ UV কোডেড ছাতা ব্যবহার করুন যাতে স্কিন সুরক্ষিত থাকে।

ওয়াটার রেসিস্ট্যান্ট ফেব্রিক ছাতা বাছুন ছাতার কাপড় এমন হোক যাতে জল একেবারে গড়িয়ে পড়ে, জমে না।

ডাবল লেয়ার্ড ক্যানভাস ছাতা নিন রোদেও গরম কম লাগবে এবং বৃষ্টিতে ছাতা ফেটে যাবে না।

কমপ্যাক্ট ও ফোল্ডেবল ছাতা বেছে নিন ব্যাগে সহজে ভাজ করা যায় এমন ছাতা ট্রাভেল ফ্রেন্ডলি।

ওয়াইন্ডপ্রুফ (ঝড়প্রতিরোধী) ছাতা নিন বৃষ্টির সময় বাতাসে উড়ে যাওয়ার আশঙ্কা থাকবে না।

লাইটওয়েট মেটেরিয়ালের ছাতা অ্যালুমিনিয়াম বা ফাইবার ফ্রেম ছাতা নিন — হালকা হবে, হাত ব্যথা করবে না।

বড় কভারেজ যুক্ত ছাতা একটু বড় ছাতা নিন যাতে পুরো শরীর ভিজে না।

অ্যান্টি-রিভার্স ফ্রেম ডিজাইন বাতাসে উল্টে গেলেও ছাতা ভেঙে যাবে না।

স্টাইলিশ ও মডার্ন লুকের ছাতা ফ্যাশন ও ফাংশনের কম্বিনেশন জরুরি, তাই স্টাইলিশ ছাতা বেছে নিন।

ব্র্যান্ডেড বা গ্যারান্টি যুক্ত ছাতা কিনুন ভালো কোম্পানির ছাতা কিনুন যাতে টেকসই হয় এবং সার্ভিস ভালো থাকে।