5 JANUARY, 2025
BY- Aajtak Bangla
মাটন মানেই এক অসম্ভব ভালোবাসা। পাতে পড়লে আর কিছুই চাই না।
রবিবার গরম ভাতে ধোঁওয়া ওঠা একবাটি মাটন মানেই স্বর্গীয় সুখ।
কিন্তু সব দোকানে মাটন ভাল পাওয়া যায় না। তাই শহরের কোথায় ভাল মাটন পাওয়া যায়, রইল তার সন্ধান।
কলেজ স্ট্রিটের গোপাল পাঁঠার দোকানে পাবেন দারুণ মাংস। এই দোকান আজও সেরা।
বেকবাগানে পার্ক সার্কাস মার্কেটের পাশেই রয়েছে কোহিনুর মিট শপ। অনেকেই দাবি করেন, এই দোকানের মাংসের তুলনা হয় না। ।
খিদিরপুরের শাহি আস্তাবল এলাকার রহমানিয়া মিট শপ দোকানটি কয়েক বছরে বিশাল জনপ্রিয় হয়েছে। এই দোকান থেকে পাইকারি মাংসও সাপ্লাই করা হয়।
গড়িয়া এলাকার হাজি সাহেব মিট শপও মাটনের জন্য বেশ জনপ্রিয়। রবিবার লাইন পড়ে যায়।
আমিন মিট শপটি পিকনিক গার্ডেনে। দেশি ও রেওয়াজি খাসির মাংসের জন্য এই দোকানটি ইদানিং নাম করেছে।
বেলেঘাটা মিট সাপ্লায়ার দোকানের নাম ক্রেতাদের মুখে মুখে। উত্তর ও দক্ষিণ, দুই কলকাতা থেকেই ক্রেতা ভিড় করেন এই দোকানে।