BY- Aajtak Bangla

সেরা গুড়ের রসগোল্লা পাওয়া যায় কলকাতার এসব দোকানে, ঠিকানা রইল 

9 January 2025

বাঙালি মানেই মিষ্টিপ্রেমী। আর রকমারি মিষ্টির মধ্যে বরাবরই সকলের পছন্দের রসগোল্লা।

রসে টইটুম্বুর রসগোল্লা খেতে খুব সুস্বাদু হয়। আবার এর স্বাস্থ্য উপকারিতাও রয়েছে। বিশেষত, শীতকালে গুড়ের রসগোল্লা খুবই সুস্বাদু হয়।

কলকাতায় অসংখ্য মিষ্টির দোকান রয়েছে। তবে শহরের এই ৫ দোকানেই সেরা গুড়ের রসগোল্লা পাওয়া যায়। জেনে নিন...

প্রথমেই বলা যাক কেসি দাস দোকানের কথা। ধর্মতলার প্রাণকেন্দ্রে রয়েছে এই দোকান। এখানকার রসগোল্লা অন্যতম সেরা। তবে এঁদের অনেক আউটলেট রয়েছে।

উত্তর কলকাতার শোভাবাজারে নবীন চন্দ্র দাসের দোকানের রসগোল্লাও দারুণ টেস্টি খেতে। . .

বলরাম মল্লিক এবং রাধারমণ মল্লিকের দোকানের বেকড রসগোল্লা বিখ্যাত। . .

উত্তর কলকাতায় চিত্তরঞ্জন মিষ্টান্ন ভান্ডারের রসগোল্লাও দারুণ খেতে।

নেপাল সুইটসের রসগোল্লারও সুখ্যাতি রয়েছে।

শহরের এই ৫ দোকানের রসগোল্লা না খেলে একবার চেখে দেখুন।