BY- Aajtak Bangla

দার্জিলিং-এর এই ৩ জায়গা থেকেই কাঞ্চনজঙ্ঘা সবচেয়ে ভাল দেখা যায়

10 NOVEMBER 2024

r

কাঞ্চনজঙ্ঘাকে বিভিন্নভাবে বিভিন্ন রূপে উপভোগ করতেই দার্জিলিংয়ে ছুটে যান পর্যটকেরা।

তবে মনে প্রশ্ন থাকে কোথায় গেলে দুচোখ ভরে এই কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করা যাবে?

দার্জিলিং এর এই জায়গায় দাঁড়ালেই নাকি হাতের নাগালে কাঞ্চনজঙ্ঘাকে পাওয়া যায়।

রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার এর মাঝে মাঝে মাঝেই উঁকি দেয় কাঞ্চনজঙ্ঘা।

বর্তমানে হাতের নাগালে কাঞ্চনজঙ্ঘা কে পেতে এই জায়গায় দূর দূর থেকে ছুটে আসছে পর্যটকেরা। এই জায়গাটি হল দার্জিলিং এর সান্দাকফু।

সাদা বরফের চাদরে মোড়া, কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে প্রত্যেক বছর এই জায়গায় প্রচুর মানুষ ছুটে আসে।

চারিদিকে সারি সারি পাহাড়ের মাঝে শুয়ে রয়েছে বরফের চাদরে মোড়া ঘুমন্ত বুদ্ধা অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা।

এরপরেই রয়েছে দার্জিলিং এর টাইগার হিল যেখানে বরাবরই পর্যটকেরা সূর্যোদয়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ছুটে যায়।

পাশাপাশি এই টাইগার হিলের দাঁড়িয়েই দেখা যায় কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য সূর্যের আলোয় সোনার চাদরে মোরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পর্যটকেরা বরাবরই বেশ পছন্দ করে।