7 April, 2024

BY- Aajtak Bangla

তাপ শুষে নেয় এই ৮ ইন্ডোর গাছ, গরমে ঘরে থাকবে জঙ্গলের ঠান্ডা

গরমে ঘর ঠান্ডা রাখতে গাছের চেয়ে ভালো বিকল্প আর কী হতে পারে? গাছপালা বাড়ির সৌন্দর্য বাড়ায়। সেই সঙ্গে গরম থেকে মুক্তি দেয়।

গরমে ৭ গাছ লাগান বাড়িতে। মাত্র এক সপ্তাহের মধ্যে দেখবেন ঘর ঠান্ডা হয়ে উঠেছে।

আরেকা পাম-ক্রমবর্ধমান তাপমাত্রার সঙ্গে লড়াই করে। ঘরকে ঠান্ডা রাখতে সহায়ক।

স্নেক প্ল্যান্ট- প্রচুর জল টানে এই গাছ। সেই জল বাতাসে ছেড়ে দেয়। পরিবেশ রাখে শীতল।

পিস লিলি- ঘরে রাখুন পিস লিলি। ঘরের বাতাস থাকবে বিশুদ্ধ।

স্পাইডার প্ল্যান্ট- বাতাসের টক্সিন শুষে নেয়। ঘরের বাতাস রাখে বিশুদ্ধ। 

বোগেনভিলিয়া- ঘর ঠান্ডা রাখে। বারান্দা বা উঠোনে রাখুন। বাহারি ফুল হয়।

রবার ট্রি- বড় বড় পাতা। ঘরের দূষণ টেনে নেয়। রাখে ঠান্ডা।

মানি প্ল্যান্ট- ঘরের পরিবেশ ঠান্ডা রাখে। বাতাসের বিষাক্ত উপাদান শুষে নেয়। 

অ্যালোভেরা- গরমের তাপ শুষে নেয় অ্যালোভেরা। প্রাকৃতিক এয়ার পিউরিফায়ার। জানলা বা দরজার কাছে লাগান।