29 Oct, 2024

BY- Aajtak Bangla

এভাবে প্রস্তাব দিলে মেয়েরা হ্যাঁ বলতে বাধ্য, টিপস!

কোনও মেয়েকে গোপনে ভালবাসেন। মেয়েটিকে প্রোপোজও করতে চাইছেন। কিন্তু কীভাবে বলবেন তা বুঝতে পারছেন না? 

তাহলে আর চিন্তার কোনও কারণ নেই। আপনার জন্য রইল 8টি দারুণ টিপস। এই টিপস মানলে খালি হাতে ফিরতে হবে না।

প্রোপোজ করার সময় কখনও নাটুকে অভিনয় করবেন না। একেবারে নিজস্ব স্টাইলে প্রোপোজ করুন। যেভাবে মনের কথা বললে নিজেকে সবথেকে বেশি আত্মবিশ্বাসী মনে হয়, সেই পথটিই বেছে নিন।

হাঁটু মুড়ে বসে প্রোপোজ করতে হবে। হাতে থাকবে লাল গোলাপ। হ্যাঁ, এটাতেই মেয়েরা খুশি হন ও হ্যাঁ বলেন।

প্রোপোজ করার অন্যতম সেরা জায়গা হল কোনও রেস্তরা। পছন্দের মানুষটিকে কোনও ভাল রেস্তরাঁয় নিয়ে গিয়ে ক্যান্ডেল লাইট ডিনার করান। খাওয়ার মাঝেই কথা সেরে ফেলুন।

এমন কোনও জায়গা, যেখানে প্রথমবার দুজনের দেখা হয়েছিল, পারলে সেখানে নিয়ে গিয়ে প্রিয় মানুষটিকে প্রোপোজ করুন।

মনে আসলেও মুখে আসছে না। তাহলে টি-শার্টেই মনের কথা লিখে প্রিয় মানুষটিতে জানিয়ে দিন। কফি মগ বা কোনও ছবির মাধ্যমেও প্রোপোজ করতে পারেন।

প্রপোজ করার জন্যে কোন বিশেষ দিন বেছে নিন। যেমন, ভ্যালেন্টাইন্স ডে, বছরের প্রথম দিন বা পছন্দের মেয়েটির জন্মদিন।

জনপ্রিয় এফএম বা টিভি চ্যানেলের অনুষ্ঠানে ফোন করে মনের মানুষটিকে প্রোপোজ করুন। যাকে প্রোপোজ করতে চান, তাঁকে আগে থেকে ওই অনুষ্ঠান শুনতে বা দেখতে বলে রাখুন।

পুরনো চাল ভাতে বাড়ে। প্রেমপত্র লেখার রেওয়াজ এখন প্রায় নেই বললেই চলে। তবে এই পদ্ধতি অবলম্বন করলে 'না' শোনার সম্ভাবনা কম। কারণ এটাই ভালবাসা প্রকাশের প্রাচীনতম এবং মধুরতম উপায়।