BY- Aajtak Bangla

07 Nov, 2024

জগদ্ধাত্রী পুজোয় শাড়ি পরুন এভাবে, চাবুক টিপস!

অনেকে শাড়ি পরতে চান না। শাড়ি পরলেই নাকি মোটা দেখায়। এই সমস্যা নিরসনে সমাধান কি? 

শাড়িতে জমকালো কারুকাজ কিংবা বড় নকশা থাকলে তা এড়ানো ভালো। চওড়া পাড়ের শাড়ি নয়, সরু বর্ডারের শাড়ি বাছাই করলে মোটা দেখাবে না।

গাঢ় রঙের শাড়ি বাছাই করুন। এক্ষেত্রে প্যাস্টেল শেড যেমন কালো, মেরুন, গাঢ় নীলের মতো শেড বাছাই করুন।

মোটা কাপড়ের পেটিকোট পরলে শাড়িতে আপনাকে ফোলা ফোলা দেখায়। এই সমস্যা এড়াতে শেপওয়ার দিয়ে শাড়ি পরুন।

শাড়ির সঙ্গে ডিজাইনার ব্লাউজ পরতে চাইলে ডিপ নেক কিংবা ব্যাকলেস ব্লাউজ পরতে পারেন। 

আড়াআড়ি প্যাটার্নের শাড়ি পরলে চেহারা ভারি দেখায়। 

লম্বালম্বি প্যাটার্ন বা ডিজিটাল প্রিন্টের শাড়ি পরলে আপনাকে মোটা দেখাবে না। 

শাড়ি একটু উঁচু করে পরুন। এভাবে পরলে শাড়িতে আপনাকে লম্বা দেখাবে, আর স্লিমও। শাড়ির সঙ্গে উঁচু হিল জুতা পরুন।

শাড়ি একটু উঁচু করে পরুন। এভাবে পরলে শাড়িতে আপনাকে লম্বা দেখাবে, আর স্লিমও। শাড়ির সঙ্গে উঁচু হিল জুতা পরুন।