31 AUG, 2024
BY- Aajtak Bangla
পটলার দোকান (Potlar Dokan): উত্তর কলকাতার বাগবাজার স্ট্রিটের এই দোকানটি রকের আড্ডার সারমর্মকে ধরে রাখে। এখানে শালপাতার প্লেটে তেলভাজা পরিবেশন করা হয়।
লক্ষ্মী নারায়ণ শ (Lakshmi Narayan Shaw & Son): খেদু শ ১৯১৮ সালে দোকানটি খোলেন। এই দোকানটিকে নেতাজির চপ-র দোকানও বলা হয়। এই দোকানের তেলেভাজার স্বাদ নিয়েছেন উত্তম কুমার থেকে শুরু করে অঞ্জন দত্ত-সহ কলকাতার অন্য সেলিব্রিটিরাও।
কালিকা (Kalika): এই দোকানটি কলেজ স্ট্রিট এবং সূর্য সেন স্ট্রিটের ক্রসিংয়ে অবস্থিত। কালী পুজো উপলক্ষে এটি খোলা হয়েছিল বলে এটির নাম হয়ে যায় 'কালিকা'। এই দোকানের তেলেভাজার স্বাদ কলকাতার খাদ্য রসিকদের জিভে লেগে আছে।