28th February, 2025

BY- Aajtak Bangla

চা খাওয়ার সঠিক সময়টা জানেন? অনেকেই ভুলটা জেনে বসে আছেন

চা খেতে ভালোবাসেন না এমন মানুষের সংখ্যা খুবই কম।

কেউ কেউ তো সারাদিন ধরে চা খেয়ে যান। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত। 

কিন্তু চা খাওয়ার সঠিক সময় কখন তা অধিকাংশ লোকের কাছেই অজানা।

আসুন জেনে নেওয়া যাক চা খাওয়ার পারফেক্ট সময় আসলে কখন।

চা খাওয়ার সঠিক সময় হল সকালে ঘুম থেকে ওঠার ২ ঘণ্টা পর।

আবার ব্রেকফাস্ট করার এক ঘণ্টা পরও চা খাওয়ার সঠিক সময় হতে পারে।

তবে চা খাওয়ার আগে কোনও খাবার খেয়ে নেওয়া দরকার।

সঠিক সময়ে চা খেলে চায়ের খারাপ প্রভাব শরীরের ওপর পড়ে না।

সকালে উঠেই খালি পেটে চা খাওয়া শরীরের জন্য একেবারেই ভাল নয়।