28 April, 2025
BY- Aajtak Bangla
ছিবড়ে হচ্ছে মুরগি? কেনার সময় এটা দেখলেই হবে রসালো-নরম
অনেকেই খাসির মাংস স্বাস্থ্যের জন্য খান না। সে ক্ষেত্রে মুরগির মাংসই বাড়িতে আনা হয়।
মুরগির মাংসের প্রচুর রেসিপিও হয়। ফলে একঘেঁয়ে লাগে না। বিভিন্ন রকম ভাবে খাওয়া যায়।
কিন্তু অনেক সময়ই দেখা যায়, মুরগির মাংস ছিবড়ে হচ্ছে। খেতেও বিস্বাদ।
আবার চিকেন অনেকে ফ্রিজেও রাখেন, যাতে নষ্ট না হয়।
আবার চিকেন অনেকে ফ্রিজেও রাখেন, যাতে নষ্ট না হয়।
কিন্তু চিকেন কেনার সময় কিছু বিষয় খেয়াল রাখলে ছিবড় হবে না। টাটকাও পাবেন।
মুরগির মাংস খারাপ কি না, তা বোঝার সহজ উপায় হল রং পরিবর্তন।
টাটকা মুরগির মাংসের রং গোলাপী হয়।
মাংসের রং সাদাটে হলে একদম কিনবেন না। বুঝবেন, শীঘ্রই খারাপ হয়ে যাবে। একই সঙ্গে ছিবড়েও হবে।
চিকেন ম্যারিনেট করার সময়
এক টুকরো পেঁপে দিয়ে দেবেন। মাংস নরম থাকবে।
Related Stories
ফেলছেন কেন? বিনা খরচে পেঁয়াজের খোসা দিয়েই হবে সেরা সার
টানা ১৪ দিন খান এই দানা, শরীরে এই সব বদল ঘটবে
চিনির কৌটোয় পিঁপড়ে? এই পাতা দিলেই পালাবে বাপ বাপ বলে
এই ব্লাড গ্রুপের ছেলেমেয়েরা খুব বুদ্ধিমান, সব কাজেই চোস্ত