19 August, 2024

BY- Aajtak Bangla

বর্ষায় ঘুরে আসুন দীঘা, হাওড়া থেকে ট্রেনে মাত্র ৪৫ টাকা, জানুন রুট

বর্ষায় অনেকেই ঘুরতে যান। দীঘা অন্যতম গন্তব্য। ঘুরে আসুন দীঘা। 

ভ্রমণপিপাসু বাঙালিদের দিঘা সেরা ডেস্টিনেশন। আর খরচও কম। ১০০ টাকারও কম। 

দু-তিন দিনের ছুটিতে দিঘা ঘুরে আসতে পারেন। নিতান্তই কম খরচ। 

ধর্মতলা থেকে বাস ধরে সোজা দিঘা যেতে পারেন। এছাড়া আছে রেলপথও।

মাত্র ৪৫ টাকায় করেই হাওড়া থেকে যেতে পারবেন দিঘা। যাওয়া-আসা মিলিয়ে খরচ ৯০ টাকা।

কীভাবে? মাত্র ৯০ টাকায় দিঘা ঘুরে আসবেন। রইল তার সুলুক-সন্ধান।

কলকাতা থেকে দিঘা যাওয়ার রেলের বিশেষ রুট রয়েছে। হাওড়া থেকে মেচেদা পর্যন্ত লোকাল ট্রেনের ভাড়া ১৫ টাকা।

মেচেদায় পৌঁছনোর পর লোকাল ট্রেনে মাত্র ৩০ টাকা খরচ করে পৌঁছতে পারবেন দিঘায়।

হাওড়া থেকে দিঘা যেতে খরচ পড়বে মাত্র ৪৫ টাকা। এই রুট ধরে ফিরলে লাগবে ৪৫ টাকা।

মেচেদা স্টেশন থেকে দিঘা যাওয়ার লোকাল ট্রেন প্রতিদিন ছাড়ে সকাল সাড়ে আটটায়। ওই সময়ের আগে মেচেদায় নেমে পড়ুন।