BY- Aajtak Bangla
8 July 2025
খাওয়ার পর মুখশুদ্ধি হিসাবে পান অনেকেরই পছন্দের।
আবার হিন্দু ধর্মে নানা রীতিতে পান লাগে। পানকে শুভ বলে মনে করা হয়।
জ্যোতিষ মতে পান খুবই শুভ। পান পাতা দিয়ে কিছু টোটকা মেনে চললে জীবন বদলে যাবে। জেনে নিন...
সোমবার ভগবান শিবকে পান পাতা অর্পণ করলে শুভ ফল পাওয়া যায়। .
রোজ পান পাতা খেলে কুনজর থেকে রেহাই পাওয়া যায়।
৫টি পান পাতা দোকানে ঝুলিয়ে রাখলে ব্যবসায় উন্নতি হয়। ধনসম্পদ বাড়ে।
পকেটে পান পাতা রেখে দিলে সব কাজে সাফল্য আসবে।