BY- Aajtak Bangla

বাসি ভাত মুখে লাগালেই টানটান চামড়া, কীভাবে মাখবেন

9 July  2025

অনেকেই সুপারি খেতে পছন্দ করেন। পান যাঁরা খান, তাঁরা সুপারি খেয়েই থাকেন। আবার, সুপারি পুজোতেও কাজে লাগে। 

সুপারি

জ্যোতিষ মতে, সুপারি অত্যন্ত শুভ। বিভিন্ন শুভ কাজে ব্যবহার করা হয় সুপারি।

পবিত্র

সুপারি দিয়ে এই টোটকা মেনে চললে জীবনে লাভবান হবেন। জেনে নিন...

টোটকা

লাল সুতোয় সুপারি বেঁধে মানিব্যাগে রাখলে কখনও অর্থকষ্ট হয় না। পকেটেও রাখতে পারেন। সবসময় হাতে টাকা থাকবে।

অর্থকষ্ট

প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীকে সুপারি অর্পণ করলে ঘরে সুখ-শান্তি বজায় থাকবে।

সুখ-শান্তি

লাল কাপড়ে ৭টি সুপারি, পান, হলুদ, ১ টাকার কয়েন বেঁধে ব্যবসা বা চাকরির জায়গায় রেখে দিলে উন্নতি হবে।

উন্নতি

সুপারি এবং কালো তিল গণেশকে অর্পণ করলে প্রচুর সম্পদ লাভ হয়।

সম্পদ লাভ