BY- Aajtak Bangla

পকেটে রাখুন ২টো সুপারি, খেলা হবে!

03 Feb, 2025

জ্যোতিষশাস্ত্রে সুপারিকে অত্যন্ত শুভ প্রতীক হিসেবে গণ্য করা হয়। বিভিন্ন শুভ কাজে সুপারি ব্যবহারের মাধ্যমে জীবনে সাফল্য ও সমৃদ্ধি আনা যায়। 

ঘি ও সিঁদুর মিশিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন এবং পানের সাথে সুপারি ও এক টাকার কয়েন লাল কাপড়ে বেঁধে প্রধান দরজায় রাখুন। এটি বাস্তু দোষ দূর করে সাফল্য আনবে।

পানের সাথে সুপারি, হলুদ ও এক টাকার কয়েন বেঁধে পড়ার ঘরে রাখুন। এটি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে সহায়তা করবে।

সুপারিকে গণেশের প্রতীক হিসেবে মানা হয়। পুজোর সময় সুপারি ও তিল একসঙ্গে বেঁধে গণেশকে অর্পণ করলে আর্থিক উন্নতি হয়।

মঙ্গলবার ও শনিবার হনুমানজিকে পান ও সুপারি নিবেদন করুন। এটি সমস্ত কষ্ট দূর করে ইচ্ছা পূরণে সহায়তা করে।

সোমবার মহাদেবকে গুলকন্দ, মৌরি, সুপারি ও খয়ের দিয়ে তৈরি পান নিবেদন করুন। এটি জীবনের ইচ্ছা পূরণে সহায়তা করে।

বাড়ির উত্তর-পূর্ব কোণে পানের সাথে সুপারি ও হলুদ বেঁধে রাখুন। এটি বাস্তু দোষ দূর করে ইতিবাচক শক্তি বৃদ্ধি করে।

ব্যবসার স্থানে পানের সাথে সুপারি ও রুপোর কয়েন বেঁধে রাখুন। এটি ব্যবসায় উন্নতি ও সমৃদ্ধি আনে।