31 March 2025
BY- Aajtak Bangla
সুপারি অনেকেরই পছন্দের। পানের সঙ্গে অনেকেই সুপারি খান।
জ্যোতিষ মতে, সুপারি অত্যন্ত শুভ। বিভিন্ন শুভ কাজে ব্যবহার করা হয় সুপারি।
সুপারি দিয়ে এই টোটকা মেনে চললে জীবনে লাভবান হবেন। জেনে নিন...
সুপারি এবং কালো তিল গণেশকে অর্পণ করলে প্রচুর সম্পদ লাভ হয়।
লাল সুতোয় সুপারি বেঁধে মানিব্যাগে রাখলে কখনও অর্থকষ্ট হয় না। পকেটেও রাখতে পারেন। সবসময় হাতে টাকা থাকবে।
প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীকে সুপারি অর্পণ করলে ঘরে সুখ-শান্তি বজায় থাকবে।
লাল কাপড়ে পান, সুপারিতে সিঁদুর লাগিয়ে ১ টাকার কয়েন বেঁধে বাড়ির সদর দরজায় ঝোলালে সাংসারিক অশান্তি দূর হয়।
লাল কাপড়ে ৭টি সুপারি, পান, হলুদ, ১ টাকার কয়েন বেঁধে ব্যবসা বা চাকরির জায়গায় রেখে দিলে উন্নতি হবে।