22 APRIL, 2025
BY- Aajtak Bangla
ঘষেমেজে শরীরের ময়লা পরিষ্কারের জন্য কিছুজিন আগে পর্যন্তও সাবানই ছিল একমাত্র ভরসা।
যুগ বদলেছে। ক্ষারযুক্ত বার সাবান গায়ে মাখলে ত্বকের কী অবস্থা হয়, তা আপনি জানেন। তাই বহু দিন আগে থেকেই স্নানের সময়ে গায়ে বডি ওয়াশ মাখতে শুরু করেছেন।
ব্যবহারের সুবিধার্থে এখন অনেকেই বডি ওয়াশ বা শাওয়ার জেল ব্যবহার করেন। অনলাইন এবং বাজারে এখন নানা রকমের শাওয়ার জেল পাওয়া যায়।
সুগন্ধী এবং দাম অনুযায়ী দোকান থেকে শাওয়ার জেল বা বডিওয়াশ কিনে তো আনেন, তবে এদের মধ্যেকার ফারাক জানেন কি?
বডি ওয়াশ আসলে গায়ে মাখার তরল সাবান। এই তরল সাবানের মধ্যে ময়েশ্চারাইজ়ারের পরিমাণ বেশি। তাই ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এটি বিশেষ ভাবে সাহায্য করে। স্নানের সময়ে ত্বক থেকে ধুলো-ময়লা, তেল, ঘামের সঙ্গে জমে থাকা নোংরা দূর করতেও সাহায্য করে।
শাওয়ার জেলের কাজও প্রায় একই রকম। তবে এই তরল সাবান তৈরির পদ্ধতি এবং ঘনত্ব বডি ওয়াশের চেয়ে একটু হলেও আলাদা। এই তরল সাবান ত্বকে মাখলে ফেনাও হয় বেশি।
ত্বকের চিকিৎসকেরা বলছেন, বডি ওয়াশের মতো শাওয়ার জেলেও ময়েশ্চারাইজ়ার রয়েছে। তবে, তার ধরন আলাদা। তাই এই প্রসাধনীটি তৈলাক্ত ত্বকের জন্য বেশি কার্যকর।
বডি ওয়াশ আর শাওয়ার জেল, কোনটি কার জন্য উপযুক্ত তা নির্ভর করে ওই ব্যক্তির ত্বকের ধরনের উপর। মুখের ত্বক বুঝে যেমন প্রসাধনী কেনেন, তেমনই দেহের ত্বকের ধরন বুঝে তরল সাবান কিনতে হবে।
যাঁদের ত্বক শুষ্ক কিংবা স্পর্শকাতর, তাঁরা বডি ওয়াশ ব্যবহার করতে পারেন। আবার, যাঁদের দেহের ত্বক অতিরিক্ত তৈলাক্ত, বুকে-পিঠে কিংবা হাতে র্যাশ-ব্রণ হয়, তাঁরা স্নানের সময়ে শাওয়ার জেল মাখলে উপকার পাবেন।
ত্বকের চিকিৎসকেরা বলছেন, এ ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখা প্রয়োজন। অনেকেই হয়তো জানেন না মুখের ত্বক এবং দেহের ত্বকের ধরন আলাদা হয়। তাই মুখের ত্বকের ধরন অনুযায়ী গায়ে মাখার তরল সাবান না কেনাই ভাল।