4 March, 2024.

BY- Aajtak Bangla

দূর হবে অবসাদ, দুঃখ, গীতার এই ১০ বাণী মাথায় রাখুন

কুরুক্ষেত্র যুদ্ধের প্রাক্কালে অর্জুন যা বলেছিলেন সেটাই গীতার শ্লোক। এটা ভারতের জন্য বিরাট সম্পদ।

আত্মীয়দের বিরুদ্ধে অস্ত্র ধরতে হচ্ছে বলে ভীষণ মুহ্যমান। সারথী শ্রীকৃষ্ণ তখন এই অমৃত বচন শোনান।

ভগবদ্গীতার বাণী আমাদের জীবনেরও সম্পদ। এই সম্পদ সঙ্গে থাকলে মনের অবসাদ, দুঃখ দূর হয়। কাজ করার উদ্যম ফিরে আসে।

পরিবর্তন সংসারের নিয়ম। সবই পরিবর্তনশীল। তাই সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, মান, অপমান ইত্যাদির মধ্যে একটি জীবন উপভোগ করা উচিত।

যাঁর জন্ম হয়েছে, তাঁর মৃত্যু হবেই। তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হয়ো না। প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়াও ঠিক নয়।

রাগ নিয়ন্ত্রণে রাখো। রাগের ফলে ভ্রম সৃষ্টি হয়। এই ভ্রম বুদ্ধিকে বিচলিত করে। এর ফলে বুদ্ধিনাশ হয়। ব্যক্তি পতনের দিকে এগিয়ে যায়।

ঈশ্বরের চরণে নিবেদন করো। ঈশ্বর আমাদের রক্ষা করবেন। তিনি থাকলে আমরা দুঃখ, ভয়, চিন্তা, শোক ও বন্ধন থেকে মুক্ত হতে পারব।

নিজের দৃষ্টিকোণ সঠিক রাখতে হবে। জ্ঞান ও কর্মকে এক রূপে দেখতে হবে।

অশান্ত মনকে শান্ত করার জন্য অভ্যাস ও বৈরাগ্যকে নিজের মনে পাকাপোক্ত স্থান দিন। না হলে অনিয়ন্ত্রিত মন শত্রুতে পরিণত হয়।

আমরা যে কর্মই করি না কেন, তার ফল আমাদেরই ভোগ করতে হয়। তাই কর্ম করার আগে বিচার করা উচিত।

অন্য কারও কাজ পূর্ণ করার চেয়ে আগে নিজের কাজ করো। অপূর্ণ হলেও সব ব্যক্তিকে নিজের কাজই করা উচিত।

অতীত এবং ভবিষ্যতের চিন্তা করা উচিত নয়। কারণ যা হওয়ার তাই-ই হবে। যা হয়, ভালোর জন্য হয়।

সকলের প্রতি মমতা, সমস্ত কাজে কুশলতা ও দুঃখ রূপী সংসার থেকে বিয়োগের নামই যোগ।