22 December 2023

BY- Aajtak Bangla

সফল হবেনই, গীতায় বলা শ্রীকৃষ্ণের এসব উপদেশ মানতে হবে

গীতা হিন্দু ধর্মের একটি পবিত্র ধর্মীয় গ্রন্থ। গীতা ভগবান শ্রী কৃষ্ণের শিক্ষা বর্ণনা করে।

কুরুক্ষেত্র যুদ্ধের ময়দানে অর্জুনকে দেওয়ার ভগবান শ্রীকৃষ্ণের পাঠই হল গীতা।

শ্রীকৃষ্ণের শিক্ষা শুনে অর্জুন তার লক্ষ্য অর্জনের দিকে অগ্রসর হন।

বলা হয়ে থাকে জীবনের প্রতিটি সমস্যার সমাধান গীতায় পাওয়া যায়। গীতায় বলা শ্রীকৃষ্ণের বাণী আজও আমাদের জীবনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

গীতায় উল্লেখ করা শ্রীকৃষ্ণের কয়েকটি উপদেশ মানলেই পাবেন দারুণ ফল। জীবনে সফলতা আসবেই।

শ্রী কৃষ্ণ অর্জুনকে বলেন যে কেউ অযথা চিন্তা করবেন না। সবাইকে একদিন মরতে হবে, আত্মা জন্মে না মরে না। আত্মা অমর, তাই অপ্রয়োজনীয় দুশ্চিন্তা ত্যাগ করে কর্মের পথে এগিয়ে যাওয়া উচিত।

প্রতিটি মানুষের উচিত তার মনকে নিয়ন্ত্রণ করা। গীতার শিক্ষায়, শ্রী কৃষ্ণ বলেছেন যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে শিখেছে সে সহজেই সমস্ত বাধা অতিক্রম করতে পারে। তাই একজন ব্যক্তির সর্বদা তার মনকে নিয়ন্ত্রণ করা উচিত।

শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের উচিত তার ফলাফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে তার কাজে মনোনিবেশ করা। মানুষ যে কাজই করুক না কেন, সে অনুযায়ী ফল পায়, তাই ভালো কাজ করে যেতে হবে।

নিজের ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করলে জীবনে উপকার পাবেন।