6 MARCH 2023
ভাং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে বিবেচিত হলেও এটি ওষুধ বা ভেষজ হিসাবেও পরিচিত।
ভাংয়ের উপকারিতা জানলে অবাক হবেন। অত্যধিক ভাং সেবনে মাথাব্যথা হতে পারে।
অন্যদিকে এর পাতার নির্যাস বের করে কয়েক ফোঁটা কানে দিলে মাথাব্যথা কমে যায়।
হজম শক্তি বাড়াতে ভাং উপকারী।
এছাড়াও, কোনও ধরনের ক্ষত হলে ভাংয়ের পাতার পেস্ট তৈরি করে ক্ষতস্থানে লাগান। ক্ষত দ্রুত সেরে যাবে।
ত্বক যদি অত্যন্ত শুষ্ক বা রুক্ষ হয়, তাহলে ভাংয়ের ব্যবহার ত্বককে মসৃণ করতে সাহায্য করবে।
পরিমিতভাবে ভাং সেবন করলে ইন্দ্রিয় এবং সংবেদনের তীব্রতা বাড়ায়।
খারাপ মেজাজ ভালো করতেও কাজ করে।
ভাংয়ের বীজ প্রোটিনে ভরপুর। অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ হওয়ায় ক্যালোরি-বার্নিং পেশীগুলির বিকাশের জন্য গুরুত্বপূর্ণ।